গাজীপুর চান্দনা চৌরাস্তায় বৃহস্পতিবার রাতে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ জানান দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য এমন বেড়েছে যে তারা প্রকাশ্য বর্বরতায় মানুষ খুন করে যাচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন এলাকার ব্যস্ততম চৌরাস্তায় সাংবাদিককে হত্যা প্রমাণ করে দখলবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে আজো সাধারণ মানুষের জীবন অসহায় হয়ে আছে।
তারা আরো বলেন, গত ১ বছরে সংঘটিত সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করাতে এই ধরণের বর্বরতা কমছে না। সন্ত্রাসীদের আস্তানা সমূলে উৎপাটন করতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে তা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করতে হবে। সন্ত্রাসী যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।