বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে।
আজ সোমবার দুপুর ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে বলে জানা গেছে।
প্রতিনিধিদলে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলাম।



