একাত্তর এবং চব্বিশের বিপ্লবে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে কিছু মানুষ ‘ভাঙন ধরাতে চায়’ অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এই ভাঙনের ‘বিপক্ষে’।
তিনি বলেন, ‘আমি খুবই স্পষ্ট করে একটি কথা আপনাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) উদ্দেশে বলতে চাই। আমার কাছে অনেক খবর আসে। দয়া করে এই সম্প্রদায়ের কোনো মানুষকে কোনো হয়রানি করবেন না কেউ। আমরা তাদের পাশে এবং সমস্ত শক্তি দিয়ে পাশে থাকব।’
সোমবার (২০ অক্টোবর) বিকেলে গুলশান চেয়ারপারসন অফিসে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তির বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘পরিষ্কার করে সরকারের উদ্দেশে বলতে চাই। বিশেষ করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে, আমরা দেখতে চাই না যে, আপনারা আমাদের সংখ্যালঘু মানুষদের কোনো রকম বিপদের মধ্যে ফেলছেন বা কোনো রকম সমস্যা তৈরি করছেন।’
হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে ফখরুল বলেছেন, ‘এখন থেকে আপনারা আমাদেরকে পাশে পাবেন। আমি আবারো করতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকব।’
তিনি বলেন, ‘আজকে সময়টা অত্যন্ত কঠিন। এটি বলছি এইজন্য যে কিছু মানুষ আমাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ২০২৪ বিপ্লবের মাধ্যমে যে ঐক্য সৃষ্টি করেছি, সেই ঐক্য ভাঙনের জন্য চেষ্টা করছে। বিভিন্ন রকম কথা বলে ভাঙন ধরাতে চায়। অত্যন্ত সচেতনভাবে এ ব্যাপারে কাজ থাকতে হবে।’



