পরিবর্তন আমাদের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে, মুক্তি পেয়ে একটা জায়গায় পৌঁছেছি। যেখানে নতুন করে জাতি-রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ হয়েছে।
তিনি বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি, কারো দয়ায় নয়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করার, ঘাটতি ওই জায়গাতেই হয়েছে। যাদের কথা ছিল গণতন্ত্র নির্মাণ করার, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার, আমাদের গণতান্ত্রিকভাবে তৈরি করার, সেটাই হয়নি। বাংলাদেশের গণতন্ত্রের চর্চাই হয় না, শুধু জিয়াউর রহমান সাহেবের শাসন আমল ছাড়া।
মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক তর্ক-বিতর্কে যেতে চাই না, অনেকে অনেক কথা বলছে, বলতে থাকুক। এখন আমাদের কাজ হচ্ছে, আগামী বছরের শুরুতে হতে যাওয়া নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে করতে পারি। কেউ যেন বলতে না পারে, আওয়ামী লীগের মতো জোর করে ভোট নিয়েছে। আমাদের দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন যেন হয়। কারণ আওয়ামী লীগ না থাকায় এখন আমরাই বড় দল। একটা কথা আছে, যত দোষ নন্দ ঘোষ।
তিনি বলেন, বিএনপির সম্ভাব্য সামনের দিনে সরকার, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং এ সংগঠনের বিরুদ্ধে নেতিবাচক সমস্ত কথা বলে খাটো করার চেষ্টা করা হচ্ছে।