আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে : গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার তার বক্তব্যে পাইকগাছা-কয়রার (খুলনা-৬) মানুষ এবার দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকার দৈনিক বাংলা মোড় হোটেল সেন্ট্রাল ইনে এক মতবিনিময় সভায় গোলাম পরওয়ার
ঢাকার দৈনিক বাংলা মোড় হোটেল সেন্ট্রাল ইনে এক মতবিনিময় সভায় গোলাম পরওয়ার |নয়া দিগন্ত

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৯ নভেম্বর) রাতে দেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় সম্পর্কে বিশিষ্টজনদের সাথে ঢাকার দৈনিক বাংলা মোড় হোটেল সেন্ট্রাল ইনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরাম ঢাকা’র আহ্বায়ক মো: আব্দুর রশিদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

গোলাম পরওয়ার তার বক্তব্যে পাইকগাছা-কয়রার (খুলনা-৬) মানুষ এবার দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আলি আফজাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুদুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন ফোরামের সদস্য সচিব মুহতারাম বিল্লাহ, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা আল মাদানী, মোহাম্মদ ফোরকান আলী, জি এম আব্দুল্লাহ আল মামুন, ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ে নেতারা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নির্বাহী কমিটির সদস্য মো: মাসুম বিল্লাহ।

কয়রা-পাইকগাছার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মতবিনিময় সভায় অংশ নেন।