আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, খেলাফত মজলিসের শোক

বিবৃতিতে আফগান সরকার ও দেশটির জনগণের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন খেলাফত মজলিসের মহাসচিব

নয়া দিগন্ত অনলাইন
খেলাফত মজলিসের লোগো
খেলাফত মজলিসের লোগো |সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ৮ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় শোক জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সোমবার (১ সেপ্টম্বর) এক বিবৃতিতে তিনি আফগান সরকার ও দেশটির জনগণের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, আজ ভোরে সংঘটিত এই দুর্যোগে আহতের সংখ্যা প্রায় ৩ হাজার জন। সীমান্তবর্তী দুর্গম পার্বত্য অঞ্চলে মাটির ঘরবাড়ি ধস এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রতিবেশী দেশগুলোকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমি বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে আফগান সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন প্রদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ৯ শত লোকের প্রাণহানী ঘটেছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্থদের প্রতি শোক ও সহানভূতি প্রকাশ করছি। মহান আল্লাহ আমাদেরকে সকল বিপর্যয় থেকে রক্ষা করুন- এই কামনা করছি।