দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে পৌঁছান তিনি।
নির্বাচন কমিশনে পৌঁছে ভোটার তালিকায় নাম লেখান তিনি। সেখানে আইরিশের প্রতিচ্ছবি, আঙ্গুলের ছাপসহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তার এনআইডি পেতে ‘সর্বোচ্চ এক দিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।
নির্বাচন কমিশন সূত্র জানায়, তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।
এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সকালে সাড়ে ১০টায় গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে হাদির কবর জিয়ারতের উদ্দেশে বের হন তিনি এবং বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি সেখানে পৌঁছায়।
কবর জিয়ারতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানের সাথে কুশল বিনিময় করেন।
এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।



