কাতারের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ তারেক রহমানের

ইসরাইলের বর্বরোচিত হামলার পরিপ্রেক্ষিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

অনলাইন প্রতিবেদক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান |ইন্টারনেট

কাতারের রাজধানী দোহায় গতকাল মঙ্গলবার ইসরাইলের বর্বরোচিত হামলার পরিপ্রেক্ষিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এতে কাতারের জনগণ এবং এর আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন।

আজ বুধবার তিনি এই বিবৃতি দেন।

বিবৃতিতে তারেক রহমান বলেন, কাতারের জনগণ এবং এর আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি। আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষগণকে এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানাই। আমাদের উচিত একটি জরুরি যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেয়া।