তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচির বিস্তারিত জানালো বিএনপি

বিমানবন্দর থেকে তারেক রহমান প্রথমে তিন শ’ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ওই অনুষ্ঠানে তিনিই একমাত্র বক্তা থাকবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখবেন। সেখান থেকে তিনি বাসায় যাবেন।

অনলাইন প্রতিবেদক
সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের নির্ধারিত কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে পর্যন্ত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি প্রথমে তিন শ’ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ওই অনুষ্ঠানে তিনিই একমাত্র বক্তা থাকবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখবেন। সেখান থেকে তিনি বাসায় যাবেন।

তিরি জানান, ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করবেন। এরপর তিনি হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকালের জন্য মোট ২০টি অভ্যর্থনা পয়েন্ট তৈরি করা হয়েছে। এসব অভ্যর্থনা পয়েন্টে মেডিক্যাল টিম ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে। আগত নেতা-কর্মীরা বিভিন্ন অভ্যর্থনা পয়েন্টে গাড়ি রেখে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় নেতা-কর্মীদের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহার করার পরামর্শ দেয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল।