বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই বাস্তবায়ন প্রক্রিয়া ব্যতীত সনদে স্বাক্ষর হলেও সনদ কার্যকর হবে না। একটি এক টুকরো কাগজে পরিণত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারকেই ঠিক করতে হবে।’
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর পোলিং অ্যাজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকার জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, গণহত্যার বিচার নিশ্চিত এবং রাষ্ট্রের সংস্কার করে নির্বাচন দিয়ে সরকার বিদায় নেবে। কিন্তু সরকারের তিনটি প্রতিশ্রুতির কোনোটিই বাস্তবায়িত হয়নি। সরকার কেবল একটি নির্বাচন দিয়ে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকারকে মনে রাখতে হবে কেবল একটি নির্বাচন আয়োজনের জন্য বিপ্লব হয়নি, অন্তর্বর্তী সরকারকে জাতি দায়িত্ব দেয়নি। জাতি দায়িত্ব দিয়েছে সরকার, আওয়ামী লীগের পরিচালিত গণহত্যার বিচার করবে এবং রাষ্ট্র কাঠোর সংস্কার করে সেই আলোকে নির্বাচন দিবে। কোনভাবেই এর ব্যত্যয় ঘটতে পারবে না।’
তিনি বলেন, ‘কোনো দলের ইচ্ছাতে নয়; পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পিআর প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দিলে জনগণ যেই রায় দিবে জামায়াতে ইসলামী মেনে নেবে এবং সব দলকে মানতে হবে। যারা পিআর পদ্ধতির বিরোধীতা করে তারা যদি জনগণের জন্য রাজনীতি করে, জনগণকে বিশ্বাস করে তাহলে জুলাই সনদে পিআর পদ্ধতির প্রস্তাব অন্তর্ভুক্ত করতে আপত্তি কোথায়?- আমরা যারা পিআর পদ্ধতির দাবি জানিয়েছি, আমরা গণভোটের রায় মেনে নিতে প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘যারা আওয়ামী লীগের মতোই ফ্যাসিবাদ কায়েম করতে যায়, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা পিআর পদ্ধতির বিরোধীতা করছে। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল এককভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। কোনো সরকার স্বৈরচার হতে পারবে না। কেউ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। যারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধান ক্ষমতার ভারসাম্যের পরিবর্তে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা চায় তাদের উদ্দেশ্য কী জাতি বুঝে গেছে। তাদেরকে জাতি নির্বাচনের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে।’
অন্তর্বর্তী সরকারকে কোনো দলের প্রতি অনুগত না হয়ে নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে তিনি আহ্বান জানান।
পোলিং অ্যাজেন্টদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোটাদের প্রদত্ত ভোট রক্ষার মহান দায়িত্ব পোলিং অ্যাজেন্টদের। একজন ভোটার যাতে করে নির্বিঘ্নে-র্নিভয়ে, কারো প্ররোচনা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য ভূমিকা রাখতে হবে পোলিং এজেন্টদের। কেউ কেন্দ্র দখল, জাল ভোট ও ব্যালট বাক্স লুট করতে চাইলে প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পোলিং অ্যাজেন্টদের। ভোট গ্রহণকারী কোনো কর্মকর্তা অনিয়ম করছে কিনা অথবা কোনো দলের পক্ষপাতিত্ব করছে কিনা সেদিকে নজর রাখতে হবে। নিজের ও ভোটারদের নিরাপত্তায় সতর্ক থাকতে হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং পল্টন থানা আমির ও ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের পরিচালনায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল পূর্ব থানা আমির নুরুদ্দিন, মতিঝিল উত্তর থানা আমির মো: শামছুল বারীসহ ঢাকা-৮ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সকল থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল উদ্দিন পুরানা পল্টন এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিমিয় করেন। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি মনঞ্জুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব, পুরানা পল্টন সোসাইটির সভাপতি বরকত উল্লাহ হামিদ, পল্টন থানা নায়েবে আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামসহ উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন পল্টন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পুরানা পল্টনে বিশিষ্ট ব্যক্তিবর্গ।



