আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, সেই লক্ষ্যে সারাদেশের ৩০০ প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই এই তালিকা প্রকাশ করবে এনসিপি।
রোববার কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নাহিদ ইসলাম। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা এমন এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আমরা মনে করি যদি সকল রাজনৈতিক শক্তি এবং সকল সামাজিক শক্তিগুলো তারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব।’
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপর নির্বাচনে গলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, সুষ্ঠু হবে।’
এনসিপি নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের কিছু ত্রুটি সম্পর্কে প্রথম থেকে আমরা বলে আসছি। ফলে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আরো ঘনিষ্ঠতা প্রয়োজন। বারবার সংলাপে বসার প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর কথা শোনা প্রয়োজন। তাহলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
সূত্র : বিবিসি



