শোকজ বিষয়ে যা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান

বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান |সংগৃহীত

শোকজ নোটিশ পাওয়ার পরে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।

এর আগে, গতকাল রোববার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

সোমবার হাইকোর্টে এক ব্রিফিং বিএনপির এই নেতা ও আইনজীবী ফজলুর রহমান বলেন, ‘আমি নির্দিষ্ট সময়ে উত্তর আমার দলকে দেব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দেবে সেটা আমি মাথা পেতে মেনে নেব।’

এদিকে, আজ ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামে একটি ভবনের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফজলুর রহমান।

‘আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। দেখলাম ওপর থেকে সাত থেকে আটজন ছেলেমেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রি স্লোগান। ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেফতার করো ইত্যাদি, ইত্যাদি। স্লোগানের ভাষা মানে এমন কোনো...। সাত-আটজন ছেলেমেয়ে এবং তারা বাসার ভেতরে ঢোকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি, যেই বাসায় ভাড়া থাকি সেই মালিক এখন আমাকে আর ভাড়া থাকতে দেবে কি না,’ বলেন ফজলুর রহমান।

একইসাথে বেঁচে থাকার সাংবিধানিক ও মৌলিক অধিকার তার রয়েছে উল্লেখ করে এ অধিকারের ওপর বাধা পড়ছে বলে শঙ্কা প্রকাশ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

তিনি বলেন, ‘আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েক দিন আগে দু’জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমার অপমৃত্যুটা আমার কাম্য?’

জুলাইয়ের আন্দোলনকারীদের উদ্দেশ করে তিনি বলেন, যদি তার কোনো কথায় তারা মনে করে তাদের বিরুদ্ধে যাচ্ছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করা, গ্রেফতার করা ও শাস্তি দেয়ার আহ্বান জানান।