আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বার্তায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বার্তায় সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আগের তুলনায় আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘এটা আর নতুন করে বলার কিছু নেই। সারা জাতির মতো আমার অনুভূতিও একই—দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এটি আমাকে গভীরভাবে আনন্দিত করেছে এবং নতুন আশার সঞ্চার করেছে।’
শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের অনুভূতি ব্যক্ত করে নয়া দিগন্তকে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা এই খবর শুনে আরো বেশি উদ্বেলিত, আনন্দিত এবং রীতিমতো স্বতঃস্ফূর্ত হয়েছে। তাদের মাঝে নতুন উদ্দীপনা, নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আগের তুলনায় আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।’



