ব্যালট পেপার নিয়ে আপত্তি, ইসি ঘেরাও ছাত্রদলের

ব্যালট পেপার নিয়ে আপত্তি ও বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ছাত্রদল ইসি ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেছে।

বিশেষ সংবাদদাতা
ইসি ঘেরাও ছাত্রদলের
ইসি ঘেরাও ছাত্রদলের |নয়া দিগন্ত

ব্যালট পেপার নিয়ে আপত্তি এবং নির্বাচন কমিশনে (ইসি) ‘একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব’ বিস্তারের অভিযোগ তুলে ইসি ঘেরাও করেছে ছাত্রদল।

আজ রোববার পূর্ব-নির্ধারণ কর্মসূচির আওতায় সকাল থেকে আগারগাঁওস্থ ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।