ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী জাতীয়তাবাদের মূলমন্ত্রেই : মঈন খান

সুদীর্ঘ ১৫ বছরের আপসহীন সংগ্রামের ফসল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। এ কথা হয়তো অতিরঞ্জিত হবে না যে ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী জাতীয়তাবাদের মূলমন্ত্রে।

নয়া দিগন্ত অনলাইন
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. আব্দুল মঈন খান
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. আব্দুল মঈন খান |নয়া দিগন্ত

বাংলাদেশী জাতীয়তাবাদের মূলমন্ত্রে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশী জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোষানলে পড়ে সম্পূর্ণ নির্দোষ হয়েও বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ ছয় বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস। তার অনুপস্থিতিতে আমরা দেখেছি, বিএনপি’র ঝাণ্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান। যার দীর্ঘ নেতৃত্বে বাংলাদেশের মানুষ সংগঠিত হয়েছে দেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, যার চরম পরিণতিতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের ৫ আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় পরিচালিত করেছে।

তিনি বলেন, সুদীর্ঘ ১৫ বছরের আপসহীন সংগ্রামের ফসল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। এ কথা হয়তো অতিরঞ্জিত হবে না যে ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী জাতীয়তাবাদের মূলমন্ত্রে। আমি কথাটি জোর দিয়ে বলছি যে কথাটি বললে হয়তো অতিরঞ্জিত হবে না।

‘এই গণঅভ্যুত্থানে তারেক রহমান ছিলেন নেপথ্যের একজন কুশীলব হিসেবে। তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন। যার ফলে চব্বিশের গণঅভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।’

আজকের নতুন প্রজন্ম, ৭ নভেম্বরের প্রজন্ম, জুলাই-আগস্টের প্রজন্মের সবার প্রতি আহ্বান জানিয়ে মঈন খান বলেন, আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথাটি বলেছিলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’। সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশী জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব, ইনশা আল্লাহ।