ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের নেতারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এ বিষয়ে যৌথ বিবৃত দিয়েছেন বরিশাল মহানগর জামায়াতের আমির, নায়েবে আমির ও সেক্রেটারি।
যৌথ বিবৃতিতে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমান বলেন, ‘শরিফ ওসমান হাদির মতো সাহসী জুলাইযোদ্ধা আর দ্বিতীয় কেউ হতে পারবেন না। ন্যায়, ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন কণ্ঠস্বর।’
তারা বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন নেতাকে হত্যা নয়, বরং সত্য ও প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করার গভীর ষড়যন্ত্র। অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তারা আরো বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে।’
বিবৃতির শেষে তারা শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



