কূটনীতিকদের সম্মানে গুলশানের বাসায় নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
বুধবার রাত ৮টায় নৈশভোজে যোগ দেন কূটনীতিকরা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ফ্রান্সের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত, স্পেনের রাষ্ট্রদূত, জাপানের হাইকমিশনার, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, ভুটানের হাইকমিশনার, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউএনডিপি, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ল্ড ব্যাংক প্রতিনিধিরা অংশ নেন।