মাওলানা মামুনুল হকের সাথে নাহিদ ইসলামের বৈঠক

বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

নিজস্ব প্রতিবেদক
মামুনুল হক ও নাহিদ ইসলাম
মামুনুল হক ও নাহিদ ইসলাম |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সাথে একান্ত সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দেশের আলোচিত এই দুই নেতা।

বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে ‘হ্যা’-এর পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।