জিয়াউর রহমানের মাজারে জেডআরএফের দোয়া ও ফাতিহা পাঠ

‘আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।’

অনলাইন প্রতিবেদক
জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জেডআরএফ
জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জেডআরএফ |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত, দোয়া ও ফাতিহা পাঠ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

রোববার (৮ জুন) জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সংগঠনের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। পরে সেখানে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফাতিহা পাঠ করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফের পরিচালক ডা: এ এস হায়দার পারভেজ, ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা: এরফানুল হক সিদ্দিকী, কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো: আবদুল করিম, ব্যারিস্টার ইজাজ কবির, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আবদুল করিম, অধ্যাপক ড. আবদুর রশিদ, প্রকৌশলী মাহবুব আলম, ডা: এ কে এম মাসুদ আখতার জীতু, অধ্যাপক আবু জাফর, ডা: সাজিদ ইমতিয়াজ, অধ্যাপক ফারুক, ড. নূরী, প্রকৌশলী আবু সায়েম, প্রকৌশলী এনামুল হক প্রমুখ।

মাজার জিয়ারত শেষে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা জেডআরএফের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেছি।’

তিনি বলেন, ‘জেডআরএফ প্রতিষ্ঠার পর থেকে দল-মত নির্বিশেষে মানবসেবাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে সেবা করেছে। আগামীতেও জেডআরএফের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’