দুলু

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি

তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তার পানির ন্যায্য বণ্টন ও নদীকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করা না গেলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব সম্ভব নয়।

নয়া দিগন্ত অনলাইন
তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত
তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত |ইন্টারনেট

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় তিস্তা মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের কাজ শুরু করা হবে।’

আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আহসান হাবিব দুলু বলেন, ‘তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তার পানির ন্যায্য বণ্টন ও নদীকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করা না গেলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশা আল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করা হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি সবসময় জনগণের দাবি ও অধিকার আদায়ের রাজনীতি করে এসেছে। দেশের নদী, কৃষি ও পরিবেশ রক্ষায় দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র : বাসস