ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা-১৭ আসনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর ) কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন ঢাকা-১৭ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং ‘মানবিক ডাক্তার’ হিসেবে পরিচিত ডা: এস এম খালিদুজ্জামান।
গুলশান পূর্ব থানার সেক্রেটারি ও জেলা শৃঙ্খলা বিভাগের প্রধান আবদুল মোতালেব মঈনের সঞ্চালনায় এবং থানার আমীর মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী ডা: এস এম খালিদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, অর্থ সম্পাদক আবদুল মোতালেব টিপন, অফিস সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমেদ, ফারুক হোসেন, তৌহিদুল ইসলাম রিয়াজ, শুরা সদস্য এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি–সেক্রেটারিসহ অন্য নেতারা।
বক্তব্যে ডা: এস এম খালিদুজ্জামান আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ভোটারের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ঢাকা-১৭-এর মানুষের সেবা, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে মহান আল্লাহর রহমত কামনা করি এবং তাওফিকের জন্য তার দরবারে ধরনা দিতে হবে।’
অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং তরুণদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবিক সেবার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।



