যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন।
ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘এয়ারপোর্টে হামলার পর সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে হামলার উদ্দেশ্যে উপস্থিত হয়। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্য ও আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশকে বিষয়টি জানান। পরে তদন্ত কর্মকর্তা আমাদের মামলা করার পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের নিকটবর্তী থানায় গিয়ে মামলা দায়ের করি।’
তিনি আরো বলেন, ‘যারা আমাদের ওপর হামলা, হত্যাচেষ্টা এবং হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। একই সাথে ইউএস পুলিশকে অবহিত করেছি, হামলাকারীরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সাথে জড়িত, যারা গত বছর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল। জাতিসংঘের রিপোর্টের বিষয়েও পুলিশকে জানিয়েছি।’
আখতার হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশে বা বিদেশে যেখানেই হোক, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত প্রতিকার সম্ভব। তারা যত অপরাধ করেছে, তা আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।’
উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে অবস্থান করছেন।