১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সাথে দেখা করে গুলশানের বাসায় পৌঁছেছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেয়ার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে যান।
সেখানে চিকিৎসকদের সাথে কথা বলে মায়ের চিকিৎসার খোঁজখবর নেন।
বিএনপির প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসায় পৌঁছান তিনি।
এর আগে, সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে সংবর্ধনায় যোগ দেন তারেক রহমান। সেখানে দেয়া বক্তব্যে দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার বাদ জুমা বাবা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তার।


