মামুনুল হকের দুই আসন থেকে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা ইসলামী আন্দোলনের

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তার দুই আসন থেকে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।

নয়া দিগন্ত অনলাইন
মামুনুল হকের দুই আসন থেকে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা ইসলামী আন্দোলনের
মামুনুল হকের দুই আসন থেকে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা ইসলামী আন্দোলনের |সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তার দুই আসন থেকে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন ঘোষণা দেন দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না। এই দুই আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুই আসনেই ইসলামী আন্দোলন মাওলানা মামুনুল হককে সমর্থন দেবে।

ইসলামী রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান দলটির এই মুখপাত্র।

গাজী আতাউর রহমান বলেন, অন্য কোনো দলের সাথে জোটবদ্ধ পথচলার চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেই। যেসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নেই, সেসব আসনে নীতি-আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানানো হবে।