বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র তৎপরতা চালু আছে। আমরা সেই ষড়যন্ত্রকে অতীতেও কার্যকর হতে দেইনি, সামনেও এই ষড়যন্ত্র সফল হবে না।
তিনি বলেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না, আমরা ধর্মের ব্যবহার করে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না, কখনো চাইনি। আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে, আমরা এই দেশের সবাই নাগরিক। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই।’
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে অথবা ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে (হিন্দু ধর্মাবলম্বী) ব্যবহার করার চেষ্টা করেছে ভোটের বাক্স হিসেবে, সেখান থেকে সবাইকে আসতে হবে।’
অভিযোগ করে তিনি বলেন, ‘ইদানিং লক্ষ্য করছি-একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি।’
বিএনপির এ নেতা বলেন, ‘বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে। তাদেরকে এদেশের জনতা চিহ্নিত করবে।’
তিনি বলেন, ‘আমরা লড়াই সংগ্রাম করেছি বিগত ১৬ বছর, আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য। সেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা এখনো হয়নি, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে।’
এই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে। নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টা হচ্ছে কোনো কোনো মহলের পক্ষ থেকে। যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ।’