জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া ট্রি রোপণ মেডিক্যাল ছাত্রদলের

জিয়াউর রহমানের উপহার দেয়া নিম গাছ আরাফাতের ময়দানে শীতল সুবাতাস বইয়ে দিয়েছে ১৯৭৭ সাল থেকে।

অনলাইন প্রতিবেদক
নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া ট্রি (নিম গাছ) রোপণ করেছে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ছাত্রদল।

শুক্রবার বিকেলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল।

৪৪টি নিম গাছ রোপণ শেষে ডা: আউয়াল বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম। তার উপহার দেয়া নিম গাছ যেমন আরাফাতের ময়দানে শীতল সুবাতাস বইয়ে দিয়েছে ১৯৭৭ সাল থেকে; ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যাত্রায় বাকশাল থেকে সকল দলের মিলনমেলায় পরিণত করেছেন জিয়াউর রহমান।’

তিনি আরো বলেন, ‘১৯৮১ সালের ২ জুন জিয়াউর রহমানের জানাজায় প্রায় ২০ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত বিশ্বের কোনো রাষ্ট্রনায়কের জানাজায় এত মানুষের অংশগ্রহণ বিরল। এমন জীবন জিয়াউর রহমান করেছিলেন গঠন; মরণে হেসেছেন তিনি-কেঁদেছে ভুবন।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্মতা জানাতে আসা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: লোহানী মো: তাজুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান একজন কিংবদন্তী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা: আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইন্সটিটিউটের প্লাস্টিক সার্জন ডা: মো: শরীফুল ইসলাম, রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা: গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: মামুন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা ডা: তারেক সালাম, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা: মমি আনসারি, ডা: সাব্বির, ডা: মুশফিক, ইলিয়াস কাঞ্চন, প্রলয়, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, মহিউদ্দিন মাহি, ফরিদপুর মেডিক্যাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা: রুবেল, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা শিহাব, সিফাত, ইফাত, মহসিন-সহ নেতৃবৃন্দ।