বগুড়ায় জিয়ার জন্মস্থানে খালেদা ও সদর আসনে প্রার্থী তারেক

বগুড়া-২ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে দলের প্রার্থী হচ্ছেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস
খালেদা জিয়া ও তারেক রহমান
খালেদা জিয়া ও তারেক রহমান |ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার সাতটি আসনের মধ্যে একটি ফাঁকা রেখে ছয়টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে দলের প্রার্থী হচ্ছেন।

এছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদিঘি-দুপচাঁচিয়া) আসনে আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: মোশারফ হোসেন, বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মো: সিরাজকে দলের প্রার্থী করা হয়েছে।

জেলার অপর আসন বগুড়া-২ (শিবগগঞ্জ) আসনে দলীয় প্রার্থী দেয়া হয়নি। রাজনৈতিকদের ধারণা, শরীক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে এ আসনটি ছেড়ে দেয়া হতে পারে। এ জন্য দলের প্রার্থী দেয়া হয়নি। এখানে বিএনপির বেশ ক’জন নেতা মনোনয়নের চেষ্টা করছিলেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ে সারাদেশের সাথে বগুড়ার আসনগুলোতেও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।