সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বরেণ্য দুই আলেম শায়খ আহমাদুল্লাহ ও ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে ড. মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তার ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।’
শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তার ভুল-ত্রুটি মার্জনা করে জান্নাতবাসী করুন। এই শোকের দিনে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।



