সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার আপসহীন অবস্থানের কারণে সবসময়ই ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের কাছে ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ মঙ্গলবার এক যৌথ শোকবাণীতে এ মন্তব্য করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
শোকবাণীতে তারা বেগম খালেদা জিয়ার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রূহের মাগফেরাত কামনা করেন।
তারা মরহুমার ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চমাকাম দানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা বলেন, বেগম খালেদা জিয়া তার আপসহীন অবস্থানের কারণে সবসময়ই ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের কাছে ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ নেত্রীকে হারাল। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনজুড়ে গণমানুষের অধিকার ও শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য নিবেদিত ছিলেন। তার নেতৃত্ব, দৃঢ় মনোবল এবং সাহসিকতা ও দেশপ্রেম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরো বলেন, বেগম জিয়ার আদর্শ, সততা ও সংগ্রামী চেতনা আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। সঙ্কটকালে তার প্রজ্ঞা, সাহস ও ত্যাগ আমাদের পথ দেখিয়েছে। তার মতো একজন বিজ্ঞ নেতৃত্বের মৃত্যুতে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সমগ্র জাতির ইতিহাসে অমোচনীয় শূন্যতার সৃষ্টি করেছে।
প্রেস বিজ্ঞপ্তি



