জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছে ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মিরপুর ১ নম্বর এ অবস্থিত মণি কানন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
মীর আহমাদ বিন কাসেম বলেন, ছাত্র ছাত্রীদেরকে মেধা আর নৈতিকতার সমন্বয়ে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখতে হবে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর ইসলামিক ফাউণ্ডেশনের সেক্রেটারি লস্কর মুহাম্মদ তসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম ও বিদ্যোতসাহি সদস্য ডা: মঈন উদ্দিন।
ডা: মঈন উদ্দিন তার বক্তৃতায় ২০২৫ সালে বিদ্যালয়ের উন্নয়ন মূলক কর্মকাণ্ড উল্লেখ করে স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আহসান হাবীব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



