মতবিনিময় সভায় ড. হেলাল উদ্দিন

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে

‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এজন্য একটি দল জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
রাজধানীতে ট্রেড/সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ড. হেলাল উদ্দিন
রাজধানীতে ট্রেড/সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ড. হেলাল উদ্দিন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এজন্য একটি দল জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না।’

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলকার ট্রেড/সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথ বলেন।

এসময় তিনি জাতির স্বার্থে নভেম্বরে জুলাই সনদের গণভোট এবং ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘তারা নানাভাবে ষড়যন্ত্র করছে যাতে করে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হয়। কারণ গণভোট হয়ে গেলে জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ে যাবে। ফলে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে। এই আশঙ্কায় তারা জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের দিনে দেয়ার পক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে।’

দেশের সকল ইসলামী দল এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণ নভেম্বরের মধ্যে গণভোট চাচ্ছে। সরকার যদি নভেম্বরের মধ্যে গণভোট না দিয়ে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করে তবে প্রমাণিত হবে সরকার একটি দলের অনুগত।

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ইতোমধ্যে জাতির সামনে ঘোষণা দিয়েছেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। জামায়াতে ইসলামী দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেবে না; জামায়াতে ইসলামী সন্ত্রাস করবে না, কাউকে সন্ত্রাসী করতে দেবে না; জামায়াতে ইসলামী চাঁদাবাজি করবে না, কাউকে চাঁদাবাজি করতে দেবে না। জামায়াতের কোনো এমপি-কোনো মন্ত্রী সরকারি প্লট বা ফ্ল্যাট নেবে না, ট্যাক্স বিহীন গাড়ি নেবে না। কোনো এমপি কিংবা কোনো মন্ত্রী নিজের হাতে রাষ্ট্রের টাকা চালাচালি করবে না। বিশেষ কোনো উন্নয়ন প্রকল্পে যেই বরাদ্দ এমপিরা পাবে উন্নয়ন কাজ শেষে জনগণের সামনে হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

জামায়াত নেতা বলেন, ঢাকা-৮ আসনের জনগণ তাকে নির্বাচিত করে সুযোগ দিলে তিনি এই এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করে জনগণের স্বপ্নের নগরী হিসেবে গড়ে তুলবেন। এজন্য তিনি উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সগযোগিতা ও সমর্থন কামনা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং পল্টন থানা আমির ও ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের পরিচালনায় নয়া পল্টন এক কনভেশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার খন্দকার আব্দুর বর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা-৮ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।