বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ইতোমধ্যে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা খুলে নেয়া হয়ছে। তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন এবং দেশবাসীকে সালাম জানিয়েছেন।
রোববার (৩ আগস্ট) বাদে আছর চট্টগ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে এসে উপস্থিত জনতার উদ্দেশে একথা বলেন জামায়াত সেক্রেটারি।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘আপনারা দোয়া করবেন, বর্তমানের এই সময়ে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানের মতো মানবিক নেতা বাংলাদেশের জন্য খুবই দরকার। আল্লাহ তায়ালা যেন দেশ ও জাতির জন্য তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।’
এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছান উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বায়তুশ শরফ মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান, জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমীরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াসুদ্দিন তালুকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মন্জুর আহমদ আনসারী, দুদকের পিপি অ্যাডভোকেট কবির হোসাইন, এনডিএফের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক, বিএমএ চট্টগ্রামের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: আবু নাছের, পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম, ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মোহাম্মদ ইউছুফ, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ মুহাম্মদ ইউনুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সম্পাদক মোহাম্মদ ইছহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ড. হেলাল উদ্দিন নোমান, বন্দর-পতেঙ্গা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আনোয়ারা আসনের প্রার্থী অধাপক মাহমুদুল হাসান চৌধুরী, পটিয়া আসনের প্রার্থী ও শেভরনের চেয়ারম্যান ডা: ফরিদুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।