হাসিনার মামলায় আন্তর্জাতিক মানের ন্যায়বিচার প্রত্যাশা মির্জা ফখরুলের

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় আজ; বিএনপি মহাসচিব ফখরুল ন্যায়সংগত বিচার আশা করছেন, ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার।

অনলাইন প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার রায় ঘোষণা হবে আজ। এই মামলার রায় ঘোষণার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে।

তিনি আশা ব্যক্ত করেন, রায়টি হবে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য ও স্বচ্ছ বিচার।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই আশা প্রকাশ করেন।

ফখরুল লেখেন, জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে এই রায়ের জন্য। মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদসহ অসংখ্য মানুষ আগামীর বাংলাদেশ দেখতে অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ সকাল সোয়া ৯টার দিকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে রাজসাক্ষী হওয়া সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ-র‌্যাব, এপিবিএন-বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমিত করা হয়েছে জনসাধারণের চলাচলও।