বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনের জন্য ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত একটি লাল রঙের বাস প্রস্তুত রাখা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে বাসটি অবস্থান করছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর এই বাসেই করে তারেক রহমান ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তার এই প্রত্যাবর্তনকে শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ঢাকাসহ সারাদেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা খুবই তাৎপর্যপূর্ণ। দিনটি স্মরণীয় করে রাখতে ঢাকায় অতীতের যেকোনো প্রত্যাবর্তনকে ছাপিয়ে যাবে, ইনশাআল্লাহ।


