জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। একইসাথে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনেরও ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইলো।’
জারার এই সিদ্ধান্তের বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন, তাদের দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাসনিম জারা আজ পদত্যাগপত্র পাঠানোর পরপরই ফেসবুকে পোস্ট দেন। তিনি দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি।
এদিকে, ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই নেত্রী। আজ সন্ধ্যা ৭টার দিকে এক পোস্টে তিনি জানান, ‘আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।’
উল্লেখ্য, সম্প্রতি আরো কয়েকজন নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, তিন কেন্দ্রীয় নেতা অনিক রায়, তুহিন খান এবং অলিক।



