রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখার প্রায় ১৫ জন ছাত্রনেতা অংশ নেন।
রোববার (২৩ নভেম্বর) তারা মাজারে উপস্থিত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার এলাকা ও আশপাশের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
এ উপলক্ষে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কে. এম. রিয়াদ বলেন, আমরা বারবার কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করেও এটা রক্ষণাবেক্ষণের কোন উদ্যোগ দেখছি না। যেটি আসলে হতাশার। সামনে আমরা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় ৯ম বারের মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্যক্রমে এসেছি।
আজকের কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন শাখা যুগ্ম আহ্বায়ক কে. এম. রিয়াদ, হাসান শাহরিয়ার রমিম এবং সদস্য আব্দুল্লাহ অন্তর (দফতর সম্পাদক), মাহামুদুল হাসান, সোহান মাহমুদ তালুকদার, ইব্রাহিম খলিল সুজন, জি এম তাজমুল হোসেনসহ অন্যান্যরা ।
উল্লেখ্য, আজকের আয়োজন নিয়ে জাবি ছাত্রদল টানা ৯ম সপ্তাহ মাজার পরিষ্কার করল।



