ঢাকার পথে জুবাইদা রহমান

বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি রওনা করবেন। তিনি ঢাকায় পৌঁছাবেন শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়।

নয়া দিগন্ত অনলাইন
হিথরো বিমানবন্দরে চেকইন করছেন তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান
হিথরো বিমানবন্দরে চেকইন করছেন তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান |সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। এ সময় মা জুবাইদাকে বিদায় দিতে হিথরো বিমানবন্দরে এসেছেন তারেক কন্যা জাইমা রহমানও।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তিনি হিথরো বিমানবন্দরে চেকইন করেছেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি রওনা করবেন। তিনি ঢাকায় পৌঁছাবেন শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়নের পর আপনাদের জানানো হবে।

এদিকে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। এরপরে শাশুড়ি বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি। এই পুরো প্রক্রিয়া মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশে রওনা দিতে সকাল ১০টা পার হয়ে যেতে পারে বলে জানিয়েছে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র।