খালেদা জিয়ার শোকবইয়ে জামায়াত আমিরের স্বাক্ষর, জানালেন সমবেদনা

শোকবইয়ে স্বাক্ষরের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনলাইন প্রতিবেদক
খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর এবং তারেক রহমানকে সমবেদনা জানান জামায়াত আমির ডা: শফিকুর রহমান
খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর এবং তারেক রহমানকে সমবেদনা জানান জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

স্বাক্ষরের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘তৃতীয় ও শেষ দিনে আজ নেত্রীর শোকবইয়ে স্বাক্ষর করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন, ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি, শ্রীলঙ্কার হাইকমিশনার, আগা খান ফাউন্ডেশনের প্রতিনিধি, কয়েকজন কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তি।

এছাড়াও স্বাক্ষর করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ। সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রধানরা।