দেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলী গত শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, ১৯৬১ সালে তাত্ত্বিক নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি দেশের আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার এবং মাত্র ৯ বছরের মধ্যে পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হন। শিক্ষক হিসেবে তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা ভিসি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভিসি হিসেবে দায়িত্বপালন করেন।
তারা আরো বলেন, অসাধারণ মেধাবী এই বিজ্ঞানী বাংলাদেশের পরমাণু গবেষণার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি পবিত্র কোরআন ও বিজ্ঞানের সম্পর্ক, বিজ্ঞান ও ধর্ম এবং বিজ্ঞানে মুসলিমদের অবদান সম্পর্কিত কয়েকটি বই ও গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। ইসলামী বিধি-বিধানের অনুসারী এই বিজ্ঞানীর ইন্তেকালে জাতি একজন মহান ব্যক্তিত্বকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত এবং জান্নাতুল ফিরদাউস কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।