মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম না করার অনুরোধ বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন, ‘সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।’

অনলাইন প্রতিবেদক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, “ভারতের দৈনিক ‘এই সময়’–এ মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এরপর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সেই সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রচার করছে, যা বিভ্রান্তিকর।”

তিনি জানান, বিষয়টি দেখে তিনি মহাসচিবের সাথে যোগাযোগ করেন এবং নিউজ লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে বলেন, ‘সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।’

শায়রুল কবির খান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো কোনো অবান্তর মন্তব্য করেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা ঠিক নয়।’

এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের প্রতি মহাসচিবের নির্দেশনা অনুযায়ী তিনি অনুরোধ করেন, ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে।