দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমাবেশস্থলে যাচ্ছেন তিনি। বাসের সামনে থেকে তিনি হাত নাড়ছেন নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে। এসময় তাকে ‘এক নজর’ দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।
বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ বলেন, ‘এক নজর দেখছি, তাতেই খুশি। আমার মনে হইতেছে ঈদের দিন আজকে, ঈদের দিন।’
তিনি বলেন, ‘সারাবছর দেখছি টিভিতে বলছে, ওনার মুখ দিয়ে বলছে আমার আদেশটা পালন করেন। আমরা গণতন্ত্র ফিরায় দেবো। সেই আশায় আমরা আন্দোলন করেছি। আজকে তাকে দেখে পরানটা জুড়ায় গেল। আর কোনো দুঃখ নাই।’
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বের হয়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি এবং শিশির ভেজা ঘাসে খালি পায়ে দাঁড়ান। সেখান থেকে তিনি বাসে করে তিন শ’ ফিট সমাবেশস্থলের দিকে যাচ্ছেন।


