বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন উল্লেখ করে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা: তাসনিম জারা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে সবার কাছে দোয়া চান।
ডা: তাসনিম জারা ফেসবুকে লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। রাজনীতি, দল-মত, মতাদর্শ, সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি।
স্মৃতিচারণ করে তিনি লেখেন, এক সপ্তাহ আগে এক অনুষ্ঠানে তার (খালেদা জিয়া) সাথে খুব অল্প সময়ের দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘দেশে থাকো, দেশের জন্য কাজ করো।’ অসংখ্য মানুষ একই উপদেশ দেন। কিন্তু বেগম খালেদা জিয়া যখন এই কথা বলেন তার গভীরতা, ইতিহাস, আর সত্যতা অন্যরকম।
এনসিপি নেত্রী বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও তিনি দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি। বেদনা, অপমান ও সীমাহীন প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান এবং বিশ্বাসের সাথে আপস করেননি। বছরের পর বছর ধরে তিনি যে ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছেন, তা আমাদের জন্য অনুকরণীয়।
তাসনিম জারা বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।



