জিয়াউর রহমানের মাজারে কোরআন তিলাওয়াত করলেন খালেদা জিয়া

বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে মাজারের উদ্দেশে রওনা হন তিনি।

অনলাইন প্রতিবেদক
কোরআন তিলাওয়াত ও দোয়া করতে জিয়াউর রহমানের মাজারে যান খালেদা জিয়া
কোরআন তিলাওয়াত ও দোয়া করতে জিয়াউর রহমানের মাজারে যান খালেদা জিয়া |নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে কোরআন তিলাওয়াত ও দোয়া করতে গেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে মাজারের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন তিনি।