জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অর্থবহ সংস্কারের মাধ্যমে একটি অর্থবহ নির্বাচন চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ।
শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং কিছু বিচার করা লাগবে। এই সংস্কার ও বিচারের মধ্য দিয়েই একটা নির্বাচন হবে, যেই নির্বাচনে একটা সমতল মাঠ থাকবে।
তিনি বলেন, নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এখানে পেশিশক্তি এবং কালোটাকার ছড়াছড়ি থাকবে না।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।