জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদেরও গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
সোমবার এনসিপির চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে পাবনা জেলা শহরের শহীদ চত্বরে পথসভায় নাহিদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা বলেছি, ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি তার দায়িত্বে থাকতে পারে না। বাংলাদেশের তরুণ প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করতে পেরেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। যারা গণ-অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে তারা আদতে জনগণের সাথে প্রতারণা করেছে।
নাহিদ আরো বলেন, আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের পর মিডিয়ার সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে, আমলাতন্ত্রের সংস্কার লাগবে, সেনাবাহিনীর সংস্কার লাগবে। সংস্কারের মধ্য দিয়ে আমরা দেশ গঠন করবো।
তিনি আরো বলেন, অভ্যুত্থানের সময়ে ছাত্ররা দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি লিখেছিল সেসব গ্রাফিতির মধ্য দিয়ে বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা লেখা হয়ে গেছে।
আপনাদের সাথে নিয়ে আমরা সংবিধান রচনা করবো। সে সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে।