আ.লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য

বাংলাভাষীদের নিয়ে দেশজুড়ে বৈষম্যের অভিযোগ তুলে মমতা বলেন, ‘ভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশী বলে ফেরত পাঠানো হচ্ছে। নির্বাসনের হুমকি দেয়া হচ্ছে। এমনকি অনেক রাজ্যে বাংলাভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জি |সংগৃহীত

ভারত সরকারের সহায়তায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতারা কলকাতায় অবস্থান করছেন এমন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিউটাউনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে। আমি কি না বলেছি? পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে, রাজনৈতিক কারণ আছে।’

তিনি মোদি সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে বলেন, ‘বাংলাদেশীদের নিয়ে যদি এত সমস্যা হয়, তাহলে ভারত সরকার কয়েকজনকে অতিথি হিসেবে রেখেছে কেন?’ তিনি জানান, এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি করেনি।

বাংলাভাষীদের নিয়ে দেশজুড়ে বৈষম্যের অভিযোগ তুলে মমতা বলেন, ‘ভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশী বলে ফেরত পাঠানো হচ্ছে। নির্বাসনের হুমকি দেয়া হচ্ছে। এমনকি অনেক রাজ্যে বাংলাভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে।’

তিনি স্মরণ করিয়ে দেন, ‘১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা অবশ্যই ভারতের নাগরিক।’

পাশাপাশি তিনি বলেন, “বাংলা ভাষায় টান থাকতেই পারে। ওপার বাংলায় তারা ছিলেন, এটা ভুলে গেলে চলবে না।’

বাংলা ভাষা সম্পর্কে মমতা মন্তব্য করেন, ‘বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম।’

সূত্র : এনডিটিভি ও অন্যান্য