বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায় : ড. মঈন খান

নরসিংদীর ঘোড়াশাল পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন ড. আবদুল মঈন খান
বক্তব্য রাখছেন ড. আবদুল মঈন খান |বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। গণতন্ত্রে উত্তরণের যে পথ, তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন।’

শনিবার (৩১ মে) দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নরসিংদীর ঘোড়াশাল পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় ড. মঈন খান বলেন, ‘বিএনপি জনগণকে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনের বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে। তাই বারবারই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।’

সাবেক এ মন্ত্রী আরো বলেন, ‘যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে তারা রাজনীতির চোরাপথ দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনকে ভয় পায়। কারণ, তারা জনগণকে ভয় পায়। তারা জানে যে, তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না।’

মঈন খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছে একটি পক্ষ তার বিরোধিতা করছে।’

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সত্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি নেছার আহমেদ, থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

সূত্র : বাসস