মঈন খান

সম্পদ সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে হবে

শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই আমাদের সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে এ বিষয়ে কেন আজ আবার নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজকে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সংগ্রহ।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান |ইন্টারনেট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে হবে।’

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পদ সৃষ্টি। এর মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটানো সম্ভব। এর জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।

আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল অ্যাডভোকেসি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স রাইট আয়োজিত ন্যাশনাল কনভেনশন অন লেবার মেনিফেস্টো শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান প্রশ্ন রেখে বলেন, ‘শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই আমাদের সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে এ বিষয়ে কেন আজ আবার নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজকে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সংগ্রহ।’