আখতার হোসেনের মন্তব্য

আওয়ামী লীগের আক্রমণে ভয় পাই না

আমরা মনে করি, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের সাহসের সর্বোচ্চটুকু দিয়ে অতীতে যেমন প্রতিরোধ করেছে, ভবিষ্যতেও করবে।

নয়া দিগন্ত অনলাইন
আখতার হোসেন
আখতার হোসেন

যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকলেও তিনি এতে ভয় পান না।’ জনগণের সাহসিকতা ও ঐক্যই আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতিকে প্রতিরোধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতেও উপদেষ্টাদের ওপর হামলার চেষ্টা করেছে। দেশেও আমরা তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকি। কিন্তু এতে আমরা ভয় পাই না।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের সাহসের সর্বোচ্চটুকু দিয়ে অতীতে যেমন প্রতিরোধ করেছে, ভবিষ্যতেও করবে। আওয়ামী লীগ তাদের সন্ত্রাস নিয়ে আর ফিরে আসতে পারবে না।’

আখতার হোসেনের এই বক্তব্য এমন সময় এসেছে, যখন নিউইয়র্কে বিমানবন্দরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং এনসিপি নেত্রী তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। তিনি এসব হামলাকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।