বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে।
আজ সোমবার শাহবাগ থানার ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি ২১ নম্বর ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে বিএনপি ক্ষমতার বাইরে থেকেছে, এ সময় নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেনি। প্রায় পাঁচ হাজার নেতাকর্মী গুম ও হত্যা হয়েছে। এতকিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বিএনপি শক্তিশালী ভীতে পরিণত হয়েছে। বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।
ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরই কথা বলতে হবে।
বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগকালে যুবকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, চাকরির বাইরে যেসব স্ট্রাকচার বা প্রতিষ্ঠান তৈরি করা যায়, সেগুলোও আমাদের শিখতে হবে। এখন ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে খুব ভালো টাকা আয় করা সম্ভব। যদি কেউ মন দিয়ে কাজ করে, তাহলে খুব ভালো আয় করতে পারে।
তিনি বলেন, নিজেকে নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য উপযুক্ত করে তুলতে হবে। চাকরি বড় বিষয় নয়। তবে, দেশ চালানোর জন্য মানুষ দরকার। আমাদের সেখানে যোগ্যতা ও দক্ষতা থাকা উচিত।
সূত্র : বাসস



